ঢাকা, শুক্রবার, ২৫ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

পৌর নির্বাচন

প্রার্থীর নিরাপত্তায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সহায়তা চাইলো ইসি

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৪ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০১৫
প্রার্থীর নিরাপত্তায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সহায়তা চাইলো ইসি

ঢাকা: আসন্ন পৌরসভা নির্বাচনের প্রার্থীদের নিরাপত্তা নিশ্চিত এবং আচরণ বিধি প্রতিপালনে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সহায়তা চেয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
 
বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) ইসি সচিব সিরাজুল ইসলাম সহায়তা চেয়ে মন্ত্রণালয়ের সচিব ড. মো. মোজাম্মেল হক খানকে আধা-সরকারি পত্র পাঠিয়েছেন।


 
এতে উল্লেখ করা হয়েছে- এবারই প্রথমবারের মতো মেয়র পদে পৌরসভায় দলভিত্তিক নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। নির্বাচন অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরপেক্ষভাবে পরিচালনার লক্ষ্যে শান্তিপূর্ণ নির্বাচনী পরিবেশ বজায় রাখা এবং প্রার্থীদের নিরাপত্তা নিশ্চিত করা প্রয়োজন।

সেই সঙ্গে নির্বাচন পূর্বসময় অর্থাৎ নির্বাচনের তফসিল ঘোষণার তারিখ থেকে নির্বাচনের ফলাফল সরকারি গেজেটে প্রকাশের তারিখ পর্যন্ত সময়কালে পৌরসভা নির্বাচন আচরণ বিধিমালা-২০১৫ যথাযথভাবে অনুসরণের লক্ষ্যেও আপনার সার্বিক সহযোগিতা প্রয়োজন।
 
পৌরসভা নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে পরিচালনার জন্য শান্তিপূর্ণ নির্বাচনী পরিবেশ বজায় রাখা এবং প্রার্থীদের নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে নির্দেশনা জারি করার জন্যও স্বরাষ্ট্র সচিবের সদয় দৃষ্টি আকর্ষণ করেছেন ইসি সচিব।
 
আগামী ৩০ ডিসেম্বর দেশের ২৩৫ পৌরসভায় নির্বাচন অনুষ্ঠিত হবে। এতে প্রায় সাড়ে ৩৫ হাজার ভোটকেন্দ্রে প্রায় ৭২ লাখ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগের সযোগ পাবেন।
 
এ বিষয়ে সিরাজুল ইসলাম বলেন, চিঠি পাঠানো হয়েছে। এছাড়া নারী এবং সংখ্যালঘু ভোটারদের নিরাপত্তা দেওয়ার জন্য আইন-শৃঙ্খলা বাহিনীকে নির্দেশনা দেওয়া হবে।
 
বাংলাদেশ সময়: ১৫৪৫ ঘণ্টা, ডিসেম্বর ০৯, ২০১৫
ইইউডি/জেডএস

** পুতুল-চুড়ি-ফ্রক প্রতীকে আপত্তি বিএনপির, বাদ দেবে ইসি
** ফ্রক, পুতুল, চুড়িও নারী প্রার্থীদের প্রতীক!

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।