ঢাকা, শুক্রবার, ২৫ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

পাবনায় ৫টি ককটেল উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০২ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০১৫
পাবনায় ৫টি ককটেল উদ্ধার ছবি: সংগৃহীত

পাবনা: পাবনা পৌর এলাকার কুঠিপাড়ায় অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় পাঁচটি ককটেল উদ্ধার করেছে র‌্যাপিড অ্যাকশান ব্যাটালিয়ন (র‌্যাব)-১২ এর পাবনা ক্যাম্পের সদস্যরা।

বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) বিকেল পৌনে ৩টার দিকে ককটেলগুলো উদ্ধার করা হয়।



র‌্যাব-১২ পাবনা ক্যাম্পের ডিউটি অফিসার পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আহমেদ আলী বিশ্বাস বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাবের উপ-পরিচালক শেখ মনিরুজ্জামানের নেতৃত্বে শহরের কুঠিপাড়ায় অভিযান চালানো হয়। এসময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা ককটেলগুলো ফেলে রেখে পালিয়ে যায়। পরে সেখান থেকে পরিত্যক্ত অবস্থায় পাঁচটি ককটেল উদ্ধার করে পাবনা সদর থানায় হস্তান্তর করা হয়।

এ ব্যাপারে পাবনা থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৭০৩ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০১৫
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।