ঢাকা, বৃহস্পতিবার, ২৪ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

জাতীয়

সিলেটে প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি, আটক ৩

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৮ ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০১৫
সিলেটে প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি, আটক ৩

সিলেট: সিলেট সৌদি প্রবাসীর বাড়ির সবাইকে জিম্মি করে নগদ টাকা-স্বর্ণালঙ্কারসহ ১০ লক্ষাধিক টাকার মালামাল লুট করে নিয়েছে সংঘবদ্ধ ডাকাত দল। এ সময় ডাকাতদের হামলায় আহত হয়েছেন ওমান ফেরত দেলোয়ার হোসেন (২৮)।



শুক্রবার (১১ ডিসেম্বর) ভোররাতে সদর উপজেলার জালালাবাদ থানাধীন বলাউরা গ্রামের সৌদি প্রবাসী নূর মিয়ার বাড়িতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশ তিন ডাকাতকে আটক করেছে।

স্থানীয়রা জানান, ভোররাতে ২০/২৫ জনের সংঘবদ্ধ ডাকাত দল নূর হোসেনের বসত ঘরের দরজা ভেঙে ঘরে প্রবেশ করে সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করে একটি কক্ষে আটকে রাখে। এরপর তারা ১৫ ভরি স্বর্ণ, সৌদি রিয়াল ও নগদ লক্ষাধিক টাকা এবং ৫টি দামি মোবাইলসহ মূল্যবান জিনিসপত্র লুট করে নেয়।

ডাকাতির বিষয়টি টের পেয়ে দ্রুত তা মহানগরীর জালালাবাদ থানা পুলিশকে জানান স্থানীয় ইউপি সদস্য মুহিত মিয়া। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে ছুটে আসে। পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাতরা পালাতে থাকলে পুলিশ অন্তত ১০/১২ রাউন্ড গুলি ছোড়ে।

এ সময় গুলিবিদ্ধ অবস্থায় আটক করা হয় স্থানীয় লালারগাঁও এলাকার ওয়ারিছ আলীর ছেলে ডাকাত আমির আলীকে। রাতভর চলে পুলিশি অভিযান। এতে ডাকাতির অভিযোগে স্থানীয় লালারগাঁওয়ের দুমাই মিয়ার ছেলে আছন মিয়া ও বলাউরা গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে আমিন মিয়াকেও আটক করে পুলিশ। এদের মধ্যে আমির আলী ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পুলিশি পাহারায় চিকিৎসাধীন আছেন। আটক অপর দু’জনকে নিয়ে অভিযান নেমেছে পুলিশ।   

এ ব্যাপারে জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আখতার হোসেন বাংলানিউজকে বলেন, আটকৃতদের মধ্যে আমির ডাকাতির মামলায় সাজা খেটে তিন মাস আগে জেল থেকে জামিনে বেরিয়েছে। এছাড়া অপর দু’জনের মধ্যে আমিন মিয়া স্থানীয় ইউপি সদস্য মুহিত মিয়ার ছোট ভাই। তিনি ডাকাতি সংঘঠিত হওয়ার খবর দিয়েছিলেন, অথচ তার ভাই-ই এ ঘটনায় জড়িত।

এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান ওসি আখতার।

বাংলাদেশ সময়: ১৪৪৮ ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০১৫
এনইউ/আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।