ঢাকা, বৃহস্পতিবার, ২৪ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

জাতীয়

লক্ষ্মীপুরে মোটরসাইকেল চোর চক্রের সদস্যসহ আটক ২

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০১ ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০১৫
লক্ষ্মীপুরে মোটরসাইকেল চোর চক্রের সদস্যসহ আটক ২ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরে পৃথক অভিযানে মোটরসাইকেল চোর চক্রের এক সদস্য ও এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
 
আটক ব্যক্তিরা হলেন- লক্ষ্মীপুর সদর উপজেলার বিনদধর্মপুর এলাকার সলিম উদ্দিনের ছেলে ও মোটরসাইকেল চোর চক্রের সদস্য উজ্জল (২৪) এবং কসবা গ্রামের আমির হোসেনের ছেলে ও মাদক ব্যবসায়ী আনোয়ার হোসেন (৩০)।


 
পুলিশ জানায়, বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) রাতে অভিযান চালিয়ে সদর উপজেলার তেওয়ারীগঞ্জ থেকে চোর চক্রের সদস্য উজ্জলকে আটক করা হয়।
 
শুক্রবার (১১ ডিসেম্বর) দুপুর পৌনে ১টার দিকে টুমচর এলাকায় অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী আনোয়ার হোসেনকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে এক কেজি গাঁজ জব্দ করা হয়।
 
লক্ষ্মীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল মামুন ভূঁইয়া বাংলানিউজকে বলেন, উজ্জল মোটরসাইকেল চোর চক্রের সদস্য। দীর্ঘদিন ধরে ওই চক্রটি মোটরসাইকেল চুরি করে আসছিল। উজ্জলের বিরুদ্ধে মামলা রয়েছে।
 
বাংলাদেশ সময়: ১৫০১ ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০১৫     
এমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।