ঢাকা, বৃহস্পতিবার, ২৪ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

জাতীয়

মন্দিরে হামলার প্রতিবাদে গোপালগঞ্জে মানববন্ধন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৫ ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০১৫
মন্দিরে হামলার প্রতিবাদে গোপালগঞ্জে মানববন্ধন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

গোপালগঞ্জ: দিনাজপুর জেলার কাহাররোল ইসকন মন্দিরে ককটেল ও গুলি বর্ষণের প্রতিবাদে গোপালগঞ্জে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার(১১ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টায় স্থানীয় প্রেসক্লাবের সামনে গোপালগঞ্জ ইসকন ভক্তরা ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করে।



এ সময় অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি ডা. অসিত রঞ্জন বিশ্বাস, সাধারণ সম্পাদক বাদল কৃষ্ণ বিশ্বাস, অ্যাডভোকেট বিজন বিশ্বাস, নামহট্ট ইসকন মন্দিরের পরিচালক রসার্ণব দাস অধিকারী ও শিক্ষক মঙ্গল চন্দ্র বিশ্বাস প্রমুখ বক্তব্য রাখেন।

বক্তরা এঘটনার তীব্র নিন্দা জানিয়ে ঘটনার সঙ্গে জড়িতদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানিয়েছেন।
 
বাংলাদেশ সময়: ১৫১৪ ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০১৫
পিসি/
   

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।