ঢাকা, বৃহস্পতিবার, ২৪ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

জাতীয়

মুক্তাগাছায় এক ব্যক্তির মরদেহ উদ্ধার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৮ ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০১৫
মুক্তাগাছায় এক ব্যক্তির মরদেহ উদ্ধার

ময়মনসিংহ: ময়মনসিংহের মুক্তাগাছায় আইন উদ্দিন (৪৫) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (১১ ডিসেম্বর) সকালে পৌরসভার সৈয়দপাড়া এলাকা থেকে পুলিশ তার মরদেহ উদ্ধার করে।

নিহত আইন উদ্দিন ওই এলাকারই বাসিন্দা।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, আইন উদ্দিনের পঞ্চম শ্রেণি পড়ুয়া মেয়েকে একই এলাকার কাতু, দিপু, তাহের, রাকিব, আশু ও লাল মিয়া নামে কিছু বখাটে প্রায়ই উত্যক্ত করতো। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) আত্মীয় বাড়ি থেকে নিজ বাড়িতে ফেরার পথে তারা আইন উদ্দিন, তার স্ত্রী ও মেয়েসহ পরিবারের কয়েকজনকে পথে আটকে মারধর করে।

পরে শুক্রবার ভোররাতে বাড়ির পাশে আইন উদ্দিনের মরদেহ উদ্ধার করা হয়।

মুক্তাগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু মো. ফজলুল করিম বাংলানিউজকে জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

বখাটেদের গ্রেফতারের চেষ্টা চলছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ১৫৩৮ ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০১৫
আরএইচএস/আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।