ঢাকা, বৃহস্পতিবার, ২৪ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

জাতীয়

রাজশাহীর সাত জেলা

২ লাখ মানুষকে আইনি সেবা দিয়েছে লাইটহাউস

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১০ ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০১৫
২ লাখ মানুষকে আইনি সেবা দিয়েছে লাইটহাউস ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

রাজশাহী: রাজশাহী বিভাগের সাত জেলায় ২ লাখ ৪৩ হাজার ৭২৭ জন ব্যক্তিকে বিনামূল্যে আইনী সেবা প্রদান করেছে বেসরকারি উন্নয়ন ও মানবাধিকার সংস্থা লাইট হাউস। এছাড়া ৯ হাজার ৩৩১ জন ব্যক্তি আইনী পরামর্শ নিয়েছেন এবং ৩ হাজার ৯৫৭ জন আইনগত তথ্য বিষয়ে দক্ষতা অর্জন করেন।

 

শুক্রবার (১১ ডিসেম্বর) দুপুরে রাজশাহী মহানগরীর লক্ষীপুরে লাইটহাউসের নিজস্ব কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, তথ্যগুলো ২০১৩ সালের জানুয়ারি থেকে ২০১৫ সালের নভেম্বর মাস পর্যন্ত নেওয়া।        

মতবিনিময় সভায় জানানো হয়, রাজশাহী বিভাগের আট জেলার মধ্যে কেবল নাটোর তাদের প্রকল্পের বাইরে রয়েছে। বাকি সাত জেলায় তারা কমিউনিটি লিগ্যাল সার্ভিসেসের (সিএলএস) কর্মসূচির আওতায় কাজ করছেন। এ সময়কালে ২৬২টি বাল্যবিয়ে ও ইভটিজিংয়ের ঘটনাও বন্ধ করা গেছে।

এছাড়া মানবপাচারের শিকার হওয়া ১৭ জন নারী ও শিশুকে তাদের উদ্যোগে দেশে প্রত্যাবাসন করা হয়েছে এবং প্রায় ৭৮টি অভিযোগ মিডিয়েশন বা সালিশের মাধ্যমে মীমাংসা করা হয়েছে।  

১৯৮৮ সালের বন্যার পর লাইটহাউস গঠিত হয়। এ কর্মসূচি ছাড়াও বেসরকারি এই সংস্থাটি এইচআইভি/এইডস প্রতিরোধ, জনস্বাস্থ্য রক্ষা এবং সুশাসন প্রতিষ্ঠায় কাজ করে আসছে। বর্তমানে আট বিভাগের ৩২টি জেলায় ৯০টি প্রকল্প কার্যালয়ের মাধ্যমে ১৮টি প্রকল্প বাস্তবায়ন করছে।

মতবিনিময় সভায় মূল ধারণাপত্র উপস্থাপন করেন লাইটহাউসের ইজলাস প্রকল্পের টিম লিডার নিকোলাস বিশ্বাস। বক্তব্য রাখেন- প্রকল্পের গ্রুপ অফিসার রাশিদা খাতুন, প্যানেল আইনজীবী শামীম আক্তার মায়া ও আদিব ইনাম ডালিম, উপজেলা কো-অর্ডিনেটর সানাউল্লাহ ও এমদাদ আলী।  

বাংলাদেশ সময়: ১৬১৪ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০১৫
এসএস/এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।