ঢাকা, বৃহস্পতিবার, ২৪ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

জাতীয়

পলাশবাড়ী জামায়াতের আমির গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৮ ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০১৫
পলাশবাড়ী জামায়াতের আমির গ্রেফতার ছবি: প্রতীকী

গাইবান্ধা: গাইবান্ধার পলাশবাড়ী সদর ইউনিয়ন জামায়াতের আমির আবু তালেব মাস্টারকে (৪৫) গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার(১১ ডিসেম্বর) বিকেল ৩টার দিকে জেলার সাদুল্যাপুর উপজেলার রসুলপুর ইউনিয়নের তাজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।



আবু তালেব পলাশবাড়ী উপজেলা পরিষদের সাময়িক বরখাস্তকৃত ভাইস চেয়ারম্যান। তিনি পলাশবাড়ী সদরের জামালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক। তার বাবার নাম মহির উদ্দিন। তিনি উপজেলার মহদীপুর ইউনিয়নের চণ্ডিপুর (দয়ারপাড়া) গ্রামের বাসিন্দা।

সাদুল্যাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরহাদ ইমরুল কায়েস বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন খবর পেয়ে পলাশবাড়ী-সাদুল্যাপুর থানা পুলিশের যৌথ অভিযানে তাকে গ্রেফতার করা হয়।

পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান বাংলানিউজকে জানান, নাশকতার মূলহোতা জামায়াত নেতা আবু তালেবের বিরুদ্ধে ১৯টি মামলা হয়েছে। তিনি দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন।

বাংলাদেশ সময়: ১৬২০ ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০১৫
পিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।