ঢাকা, বৃহস্পতিবার, ২৪ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

জাতীয়

সচিবালয়ে ট্রাকের ধাক্কায় শ্রমিকের মৃত্যু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৮ ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০১৫
সচিবালয়ে ট্রাকের ধাক্কায় শ্রমিকের মৃত্যু

ঢাকা: সচিবালয়ে পরিত্যক্ত জিনিসপত্র সরানোর কাজে যাওয়া ট্রাকের ধাক্কায় জাহাঙ্গীর হোসেন (৩৫) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।

শুক্রবার (১১ ডিসেম্বর) বিকেল ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

৪টায় আহত হওয়ার পর মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসকরা সাড়ে ৪টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

জাহাঙ্গীরের বাবার নাম নসু মিয়া। তার বাড়ি কেরানীগঞ্জের বালুর মাঠ এলাকায়।

জাহাঙ্গীরের সহকর্মী আবুল কালাম বাংলানিউজকে জানান, দুপুরে সচিবালয়ের পরিত্যক্ত জিনিসপত্র সরানোর জন্য তিনটি ট্রাক ভাড়া করা হয়। এ তিন ট্রাকের দু’টি জিনিসপত্র নিয়ে বের হয়ে যায়। অপর ট্রাকটি ৪টার দিকে জিনিসপত্র নিয়ে বের হওয়ার সময় খানিক পেছনে আসতে চাইলে শ্রমিক জাহাঙ্গীর ধাক্কা খেয়ে পড়ে যান। তৎক্ষণাৎ তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে ঢামেকে নিয়ে আসা হয়। কিন্তু সাড়ে ৪টার দিকে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

ঢামেক পুলিশ ক্যাম্পের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) সেন্টু চন্দ্র দাস জানান, জাহাঙ্গীরের মরদেহ ঢামেকের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬৫৫ ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০১৫
এজেডএস/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।