ঢাকা, বৃহস্পতিবার, ২৪ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

জাতীয়

চট্টগ্রামের সঙ্গে ঢাকা-সিলেটের ট্রেন চলাচল স্বাভাবিক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৩ ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০১৫
চট্টগ্রামের সঙ্গে ঢাকা-সিলেটের ট্রেন চলাচল স্বাভাবিক

কুমিল্লা: সোয়া এক ঘণ্টা পর চট্টগ্রামের সঙ্গে ঢাকা ও সিলেটের ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।

শুক্রবার (১১ ডিসেম্বর) বিকেল ৫টা ৫ মিনিটে ট্রেন চলাচল শুরু হয়।


 
কুমিল্লা রেলওয়ের সহকারী প্রকৌশলী মোস্তাফিজুর রহমান বাংলানিউজকে জানান, লাকসাম থেকে উদ্ধারকারী ট্রেন এসে উদ্ধার কাজ শেষ করেছে। সোয়া ১ ঘণ্টার পর আবার ট্রেন চলাচল শুরু হয়েছে।  

এর আগে, বিকেল ৩টা ৫০ মিনিটে কুমিল্লা সদরের রেলওয়ে স্টেশন সংলগ্ন ধর্মপুরে এক মালবাহী ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়। এতে চট্টগ্রামের সঙ্গে ঢাকা ও সিলেটের ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।

বাংলাদেশ সময়: ১৭২২ ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০১৫
পিসি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।