ঢাকা, বৃহস্পতিবার, ২৪ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

জাতীয়

মজা লস’র অ্যাডমিনের ৫ দিনের রিমান্ড চেয়েছে পুলিশ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৪ ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০১৫
মজা লস’র অ্যাডমিনের ৫ দিনের রিমান্ড চেয়েছে পুলিশ

ঢাকা: সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক পেজ ‘মজা লস’র অ্যাডমিন রেফায়েতের পাঁচদিন রিমান্ড চেয়েছে পুলিশ।

শুক্রবার (১১ ডিসেম্বর) এই রিমান্ড চেয়ে তাকে ঢাকা মুখ্য হাকিমের বিশেষ আদালতে পাঠায় ভাটারা থানা পুলিশ।



সরকার ও রাষ্ট্রবিরোধী অপপ্রচার চালানোর অপরাধে গ্রেফতারের পর রেফায়েতের বিরুদ্ধে আইসিটি অ্যাক্টে মামলা করে র‌্যাব।

র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের উপ-পরিচালক মেজর রুম্মান মাহমুদ বাংলানিউজকে বলেন, ‘মজা লস’র অ্যাডমিন রেফায়েতকে দীর্ঘদিন যাবত ফলো করার পর গ্রেফতার করা হয়েছে। এইভাবে যে বা যারা সরকার ও রাষ্ট্রবিরোধী অপপ্রচার চালাচ্ছে বা চালাবে তাদের আইনের আওতায় আনা হবে।

ফেসবুক খুলে দেওয়ার পর সব ব্যবহারকারীদের নজরদারির আওতায় আনার চেষ্টা চলছে বলেও জানান তিনি।

এর আগে বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) বিকেলে রাজধানীর বারিধারা থেকে রেফায়েতকে গ্রেফতার করে র‌্যাব)।

বাংলাদেশ সময়: ১৮২৪ ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০১৫
এনএইচএফ/টিআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।