ঢাকা, বৃহস্পতিবার, ২৪ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

জাতীয়

‘চুড়ি-ফ্রক থেকে ইসির বেরিয়ে আসা উচিত’

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২০ ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০১৫
‘চুড়ি-ফ্রক থেকে ইসির বেরিয়ে আসা উচিত’ রাশেদা কে চৌধুরী

ঢাকা: পৌরসভা নির্বাচনে নারীদের সংরক্ষিত আসনের প্রতীক বরাদ্দে নির্বাচন কমিশনের (ইসি) সমালোচনা করে তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা রাশেদা কে চৌধুরী বলেছেন, চুড়ি-ফ্রক থেকে ইসির বেরিয়ে আসা উচিত।

শুক্রবার (১১ ডিসেম্বর) সন্ধ্যায় জাতীয় প্রেসক্লাবে ‘বাংলা মাউন্টেনিয়ারিং অ্যান্ড ট্রেকিং ক্লাব’ আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।



রাশেদা কে চৌধুরী বলেন, চুড়ি আর ফ্রকের বাহানা থেকে ইসির বেরিয়ে আসা উচিত। আমাদের মেয়েরা শুধু চুড়ি আর ফ্রকই পরে না, তারা পর্বতও আরোহন করে। রাষ্ট্রীয় সহায়তা পেলে মানুষ সামনে এগিয়ে যাবে। ক্রিকেট নিয়ে আমরা গর্ব করি। আশা করছি পর্বত আরোহেও রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা আসবে।

সংবাদ সম্মেলনে তত্ত্বাবধায়ক সরকারের আরেক সাবেক উপদেষ্টা ড. হোসেন জিল্লুর রহমান বলেন, কেবল দেশের নীতিনির্ধারণী পর্যায়েই নয়, সবক্ষেত্রে নারীরা এগিয়ে যাবে। নতুন প্রজন্মের জন্য শারীরিক সাহস ও মনের সাহস একত্রিত করতে হবে। স্কুল কার্যক্রমের মধ্যে এসব বিষয় নিয়ে আসতে হবে।

আয়োজক ক্লাব’র মির্জা জাকারিয়া বেগ জানান, ৭ নভেম্বর নেপাল সময় বেলা ১১টা ৩০ মিনিটে বাংলাদেশের তিন পর্বত আরোহী এম এ মুহিত, কাজী বাহলুল মজনু ও ইকরামুল হাসান শাকিল কোয়াজু-রি এর শীর্ষে আরোহন করেন। এম এ মুহিত কোয়াজি-রি এর শীর্ষে ষষ্ঠবারের মতো আরোহন করেন।

তিনি আরও জানান, ২৭ অক্টোবর পর্বত আরোহীদের দলটি নেপালের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছিল। এ দলে শায়লা পারভীন ও ফৌজিয়া আহমেদ নামে দু’জন নারী সদস্যও ছিলেন।

সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন বিজিএমইএ’র সিনিয়র সহ-সভাপতি ফারুখ হাসান।

বাংলাদেশ সময়: ১৮১৬ ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০১৫
ইউএম/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।