ঢাকা, বৃহস্পতিবার, ২৪ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

জাতীয়

নগর পরিষ্কারে নগরবাসীকে দায়িত্বশীল হওয়ার আহ্বান

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪২ ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০১৫
নগর পরিষ্কারে নগরবাসীকে দায়িত্বশীল হওয়ার আহ্বান

ঢাকা: দুই কোটি মানুষের শহর একজন মেয়রের একার পক্ষে পরিষ্কার রাখা সম্ভব নয়, নগরবাসী নিজেদের জায়গা থেকে যদি সচেতন না হয় তাহলে নগর পরিষ্কার রাখা সম্ভব হবে না। আসুন সবাই মিলে আমাদের নগরীকে পরিষ্কার রাখি।



শুক্রবার (১১ ডিসেম্বর) বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের মিডিয়া বাজারে বিদ্যুৎ ও জ্বালানি সপ্তাহ-২০১৫ উপলক্ষে টেকসই ও নবায়নযোগ্য জ্বালানি উন্নয়ন কর্তৃপক্ষ (স্রেডা) আয়োজিত বর্জ্য থেকে জ্বালানি উৎপাদন বিষয়ক এক সেমিনারে বিশেষ অতিথির বক্তব্যে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসএসসি) মেয়র মোহাম্মদ সাঈদ খোকন নগরবাসীর প্রতি এ আহ্বান জানান।

সাঈদ খোকন বলেন, আমি ও উত্তরের মেয়র ছয় সাত মাস হল দায়িত্ব নিয়েছি। একজন শিশুর জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত সিটি কর্পোরেশনকে অনেক দায়িত্ব পালন করতে হয়। যার মধ্যে নগরীর পরিষ্কার পরিচ্ছন্নতা অন্যতম, কিন্তু দুই কোটি মানুষের শহর একজন মেয়রের একার পক্ষে পরিষ্কার রাখা সম্ভব নয়।

এ সময় তিনি তার নির্বাচনী এলাকা আজিমপুর ছাপড়া মসজিদের বর্জ্য অব্যবস্থাপনার চিত্র তুলে ধরে বলেন, আমার ধারণা ছিল নগরের শিক্ষিত সমাজ পরিষ্কার পরিচ্ছন্নতার ব্যাপারে সচেতন, কিন্তু এই এলাকার সরকারি কর্মকর্তা কর্মচারীদের যত্রতত্র ময়লা ফেলার দৃশ্য আমাকে হতাশ করেছে।

এ সময় তিনি ‘ওয়েস্ট টু পাওয়ার’ প্রসঙ্গে বলেন, ঢাকা সিটির নির্বাচিত প্রথম মেয়র মোহাম্মদ হানিফের সময় থেকে এ বিষয়ে শুনে আসলেও সেটা বাস্তবায়ন হয়নি। ব্যয়বহুল এ প্রকল্প আদৌ হবে কি না এ বিষয়েও তিনি সন্দেহ প্রকাশ করেন।

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সচিব (স্থানীয় সরকার বিভাগ) আব্দুল মালেকের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সেমিনারে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রীর বিদ্যুৎ, খনিজ ও জ্বালানি বিষয়ক উপদেষ্টা তৌফিক -ই- ইলাহী চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনএসসি) মেয়র আনিসুল হক।

সেমিনারে স্রেডা চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম স্বাগত বক্তব্য রাখেন, মূল প্রবন্ধ উপস্থাপন করেন জার্মানির বর্জ্য থেকে জ্বালানি বিশেষজ্ঞ ওয়ের্গ ভগনার।

বাংলাদেশ সময়: ১৮৩২ ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০১৫
এইচআর/আরআই

** বর্জ্য ব্যবস্থাপনায় নাগরিকদের বাধ্য করবেন মেয়র আনিসুল

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।