ঢাকা, রবিবার, ২১ পৌষ ১৪৩১, ০৫ জানুয়ারি ২০২৫, ০৪ রজব ১৪৪৬

জাতীয়

শ্যালিকা ধর্ষণ মামলায় দুলাভাইর ফাঁসি বহাল

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৬ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০১৫
শ্যালিকা ধর্ষণ মামলায় দুলাভাইর ফাঁসি বহাল হাইকোর্ট / ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম/ফাইল ফটো

ঢাকা: প্রায় ১৭ বছর আগে শ্যালিকাকে ধর্ষণ করে হত্যার ঘটনায় টাঙ্গাইলের মির্জাপুরের এক ব্যক্তিকে বিচারিক আদালতের দেওয়া ফাঁসির রায় বহাল রেখেছেন হাইকোর্ট।

মৃত্যুদণ্ড নিশ্চিতকরণ ও জেল আপিলের শুনানি শেষে রোববার (১৩ ডিসেম্বর) বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি আমির হোসেনের হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন।



আদালতে আবেদনের পক্ষে ‍শুনানি করেন আইনজীবী খুরশীদ আলম খান।

রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল শেখ একেএম মনিরুজ্জামান (কবীর)।

মামলার নথি থেকে জানা যায়, ১৯৯৭ সালে টাঙ্গাইলের মির্জাপুরে দুলাভাই মানিক মিয়ার বাড়িতে বেড়াতে যান শ্যালিকা হাসনা বেগম। রাতে হাসনাকে ধর্ষণ করে হত্যার পর গাছের সঙ্গে ঝুলিয়ে রাখেন মানিক মিয়া। এ ঘটনার প্রায় দুই মাস পরে পুলিশ বাদী হয়ে মামলা করে।

মামলায় বিচারিক আদালত ২০১০ সালের ২৯ ডিসেম্বর মানিক মিয়াকে ফাঁসির দণ্ড এবং তার বাবা রমজানকে দু’মাসের কারাদণ্ড দেন।   

এরপর হাইকোর্টে আপিলের পর রোববার এ মামলায় মানিকের রায় বহাল রেখে তার বাবাকে খালাস দেন বলে জানান খুরশীদ আলম খান।

বাংলাদেশ সময়: ১৪৪৬ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০১৫
ইএস /জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।