ঢাকা, রবিবার, ২১ পৌষ ১৪৩১, ০৫ জানুয়ারি ২০২৫, ০৪ রজব ১৪৪৬

জাতীয়

সাভারে শিশুর অর্ধগলিত মরদেহ উদ্ধার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫০ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০১৫
সাভারে শিশুর অর্ধগলিত মরদেহ উদ্ধার ছবি: বাংলানিউজেটোয়েন্টিফোর.কম

সাভার (ঢাকা): সাভারের ঢাকা-আরিচা মহাসড়কের পাশের একটি ডোবা থেকে অজ্ঞাত (৪) পরিচয় এক শিশুর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (১৩ ডিসেম্বর) দুপুরে সাভারের পশ্চিম ব্যাংক টাউন কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়ন কেন্দ্রের সামনের একটি ডোবা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।



পুলিশ সূত্রে জানা যায়, ওই ডোবার কচুরিপানা তোলার কাজ করছিলেন কৃষক। এসময় তারা ডোবার কচুরিপানার নিচে ওই শিশুটির মরদেহ দেখতে পান। শিশুটির বয়স আনুমানিক চার বছর।

সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম কামরুজ্জামান বাংলানিউজকে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে শিশুটির মরদেহ উদ্ধার করে।

বাংলাদেশ সময়: ১৪৫০ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০১৫
আরএইচএস/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।