ঢাকা, রবিবার, ২১ পৌষ ১৪৩১, ০৫ জানুয়ারি ২০২৫, ০৪ রজব ১৪৪৬

জাতীয়

নেত্রকোনায় ২ বিদ্রোহী মেয়র প্রার্থীর মনোনয়নপত্র প্রত্যাহার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৩ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০১৫
নেত্রকোনায় ২ বিদ্রোহী মেয়র প্রার্থীর মনোনয়নপত্র প্রত্যাহার

নেত্রকোনা: নেত্রকোনার দুর্গাপুর ও কেন্দুয়া উপজেলা পৌরসভায় মেয়র পদে ২ জন বিদ্রোহী প্রার্থী তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন।

এছাড়াও নেত্রকোনা পৌরসভায় ৪ নম্বর ওয়ার্ডে ১জন, কেন্দুয়ায় ৩ নম্বর ওয়ার্ড থেকে ২জন কাউন্সিলর প্রার্থী তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করেন।



জেলা নির্বাচনী কর্মকর্তা আব্দুল্যাহ আল-মোতাহসিম রোববার (১৩ ডিসেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে প্রার্থীদের মনোনয়নপত্র প্রত্যাহারের বিষয়টি বাংলানিউজে নিশ্চিত করেন।

মনোনয়ন প্রত্যাহারকারী প্রার্থীরা হলেন- কেন্দুয়ায় আ.লীগের বিদ্রোহী মেয়র প্রার্থী আল আমীন কোকিল ও দুর্গাপুরে বিএনপি দলীয় মো. আতাউর রহমান ফরিদ।

এদিকে সাধারণ কাউন্সিলর পদে মনোনয়ন প্রত্যার করেছেন-নেত্রকোনা পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের ফয়সাল আহম্মেদ সাদ্দাম ও কেন্দুয়ায় ৩ নম্বর ওয়ার্ডের কামাল হোসেন কর্নাল ও মো. রাসেল রহমান।

বাংলাদেশ সময়: ১৮৫০ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০১৫
পিসি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।