ঢাকা, রবিবার, ২১ পৌষ ১৪৩১, ০৫ জানুয়ারি ২০২৫, ০৪ রজব ১৪৪৬

জাতীয়

পৌর নির্বাচন

মানিকগঞ্জে ৪ প্রার্থীর মনোনয়নপত্র প্রত্যাহার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৮ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০১৫
মানিকগঞ্জে ৪ প্রার্থীর মনোনয়নপত্র প্রত্যাহার

মানিকগঞ্জ: মানিকগঞ্জ পৌরসভা নির্বাচনে ৪ কাউন্সিলর প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন।

রোববার(১৩ ডিসেম্বর)বিকেলে সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা তানিয়া আক্তার বাংলানিউজকে মনোনয়নপত্র প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করেছেন।



মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে ১নং ওয়ার্ডের সাধারণ কাউন্সিলর প্রার্থী রিয়াজ মাহমুদ ও ৭নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী আনসার আলী মনোনয়নপত্র প্রত্যাহার করে নেন।

এদিকে, সংরক্ষিত মহিলা কাউন্সিলর প্রার্থীদের মধ্যে দুইজন প্রার্থী তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। এরা হলেন- ১,২,৩ নং ওয়ার্ডের জাহানারা পারভীন ও ফাতেমা বেগম।

অন্যদিকে, ৫নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী আব্দুল রাজ্জাক পৌরসভার হাটবাজারের ইজারাদার হওয়ায় সদর উপজেলা নির্বাচন কমিশন তার মনোনয়নপত্র বাতিল করে দেয়। এ ব্যাপারে আব্দুল রাজ্জাক আপিল করলেও কমিশন তা বাতিল করে দেন।

বাংলাদেশ সময়: ১৯৩৬ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০১৫
পিসি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।