ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

রাজধানীতে মটর সাইকেল দুর্ঘটনায় নিহত ১, আহত ২

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৫০ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০১৫
রাজধানীতে মটর সাইকেল দুর্ঘটনায় নিহত ১, আহত ২

ঢাকা: রাজধানীর যাত্রাবাড়ীতে মটর সাইকেল দুর্ঘটনায় মনিরুল ইসলাম জুয়েল (৩০) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুই জন মটর সাইকেল আরোহী।



বৃহস্পতিবার (১৭ ডিসেম্বর) দিনগত রাতে যাত্রাবাড়ী কুতুবখালি হানিফ ফ্লাইওভারের ঢালে এই ঘটনা ঘটে। পরে এক ব্যক্তি তাদের গুরুতর অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসলে দ্বায়িত্বরত চিকিৎসক জুয়েলকে মৃত বলে ঘোষণা দেন।

নিহত জুয়েল ঝিনাইদহের মহেশপুরের আব্দুল আজিজের ছেলে। সে ঢাকার মিরপুরের আহমেদ বাগের বড় বাগে পরিবারসহ বাস করতো।

আহতরা হলেন, কামাল (২৮) ও সোহেল রানা (২৬)।

নিহত জুয়েলের ভাই কল্লোল বাংলানিউজকে জানান, খবর পেয়ে তিনি ঢামেকে এসে জুয়েলের মৃতদেহ সনাক্ত করেন। আহতরা জুয়েলের বন্ধু। তারা যাত্রাবাড়ীতে বেড়াতে গিয়েছিলেন।

যাত্রাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) রনজিত সাহা বাংলানিউজকে বলেন, নিয়ন্ত্রন হারিয়ে এই দুর্ঘটনা ঘটে থাকতে পারে।

দুর্ঘটনা কবলিত মটর সাইকেল পুলিশের হেফাজতে রয়েছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মোজাম্মেল হক জানান, নিহতের মৃতদেহ জরুরি মর্গে রাখা হয়েছে।

বাংলাদেশ সময়: ০১৪৮ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০১৫
এজেডএস/আরএইচএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।