ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

চাঁদপুরে ট্রেনে অজ্ঞানপার্টির খপ্পরে পড়ে নারীর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৩১ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০১৫
চাঁদপুরে ট্রেনে অজ্ঞানপার্টির খপ্পরে পড়ে নারীর মৃত্যু

চাঁদপুর: চট্টগ্রাম থেকে চাঁদপুরের উদ্দেশে ছেড়ে আসা মেঘনা এক্সপ্রেস ট্রেনে অজ্ঞানপার্টির দেওয়া জুস পান করে রেবা বেগম (২৭) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১৭ ডিসেম্বর) দিনগত রাত ১০টার দিকে ট্রেনটি লাঙ্গলকোর্ট ছেড়ে লাকসাম আসার সময় এ ঘটনা ঘটে।



চাঁদপুর জিআরপি থানা পুলিশ জানায়, মেঘনা এক্সপ্রেস ট্রেনের শোভন শ্রেণির ঢ-৯৬৮৪ বগির ৩৪ আসনে ছিলেন রেবা বেগম। ঘটনাস্থলে আসার আগে রেবা বেগমের পানি পিপাসা লাগে। এ সময় পাশে থাকা অজ্ঞান পার্টির সদস্যদের দেওয়া জুস পান করেন তিনি। কিছুক্ষণ পরে তার বুকে ব্যথা অনুভব হয়। এ সময় জুস দেওয়া ব্যক্তি সটকে পড়েন। লাকসাম স্টেশনে পৌঁছালে দু’ তিনটি ঢেকুর দিয়ে মৃত্যুর কোলে ঢলে পড়েন রেবা।

রেবা বেগমের স্বামী রাশেদুল ইসলাম বাংলানিউজকে জানান, তারা চট্টগ্রাম রূপাবাদ কলোনিতে ভাড়া থাকতেন। তার স্ত্রী গার্মেন্ট কর্মী। তাদের গ্রামের বাড়ি রাজবাড়ী সদরের আটাশ কলোনিতে। চট্টগ্রাম থেকে স্বামী ও বাবাসহ স্বপরিবারে বাপের বাড়ি পিরোজপুরের কাউখালী কেউন্দিয়া গ্রামের উদ্দেশে  রওয়ানা হন। ঘটনার সময় তার দু’ছেলে মো. আকাশ (১০) ও মো. আরাফাত (৫) সঙ্গে ছিল।

চাঁদপুর জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওসমান গণি পাঠান বাংলানিউজকে জানান, এ ঘটনায় জিআরপি থানায় একটি সাধারণ ডাইরি হয়েছে। রাত ১টায় মাইক্রোবাস যোগে রেবা বেগমের লাশ গ্রামের বাড়িতে নিয়ে যাওয়ার জন্য চাঁদপুর থেকে রওয়ানা হয়।

বাংলাদেশ সময়: ০৯২৮ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০১৫
পিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।