ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

পৌষ মাসের শীতে রাজধানীতে হালকা বৃষ্টি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৩২ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০১৫
পৌষ মাসের শীতে রাজধানীতে হালকা বৃষ্টি ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: তীব্র শীতের আগমনী বার্তার জানান দিতেই হয়ত ভোর রাতে বৃষ্টি হলো থেকে থেকে। পৌষের স্বল্প এ বৃষ্টিতে ভিজেছে রাজধানী ঢাকার পথঘাট।

তবে বিভিন্ন সড়কের ঢালুতে পানিও জমেছে। এতে জনজীবনে কোনো প্রভাব পড়েনি বটে।

শুক্রবার (১৮ ডিসেম্বর) ভোর বেলা রাজধানীর আকাশে ছিল মাঝারি কুয়াশা ঘেরা। এরই মধ্যে শুরু হয় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি। মিরপুর, মহাখালী, কারওয়ানবাজার, গুলশান, বাড্ডা, রামপুরা, পুরান ঢাকাসহ বিভিন্ন এলাকায় বৃষ্টি হওয়ার খবর পাওয়া যায়।

আবহাওয়া অফিস সূত্র জানায়, শুক্রবার সকালে রাজধানীসহ আশপাশে ১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এছাড়া ঢাকা, চট্টগ্রাম, বরিশাল, খুলনা বিভাগের বিভিন্ন এলাকায় সারাদিন আকাশ মেঘলা ও অতিস্বল্প বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

যদিও বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়া পূর্বাভাসে ঢাকাসহ বিভিন্ন এলাকায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হওয়ার সম্ভাবনার কথা আগেই জানিয়েছিল আবহাওয়া অধিদফতর।

পূর্বাভাসে বলা হয়, ঢাকা, চট্টগ্রাম, বরিশাল, খুলনা বিভাগের দু-এক জায়গায় হালকা অথবা গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যান্য এলাকার আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলাসহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

বাংলাদেশ সময়: ০৯৩৪ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০১৫
টিএইচ/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।