ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

স্কুলেই পাঠ চুকিয়েছেন এক চতুর্থাংশ প্রার্থী

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২৭ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০১৫
স্কুলেই পাঠ চুকিয়েছেন এক চতুর্থাংশ প্রার্থী

ঢাকা: স্কুলের গণ্ডি পার করতে পারেননি আসন্ন পৌরসভা নির্বাচনের অধিকাংশ প্রার্থী, এসএসসির (মাধ্যমিক) নিচেই তাদের শিক্ষাগত যোগ্যতা।

মোট ৯০৪ জন প্রার্থীর মধ্যে ২২৪ জন স্কুলের পাঠ শেষ করতে পারেননি, ১২৩ জন পেরেছেন।

এইচএসসি (উচ্চ মাধ্যমিক) শেষ করেছেন ১৯৮ জন, স্নাতক ২১৫ এবং স্নাতকোত্তর ১২৬ জন। বাকি ১৮ জনের শিক্ষাগত যোগ্যতা উল্লেখ নেই নির্বাচন কমিশনের (ইসি) হলফনামায়।

ইসির হলফনামা বিশ্লেষণ করে এসব তথ্য জানিয়েছে, নাগরিক সংগঠন সুজন (সুশাসনের জন্য নাগরিক)।

শুক্রবার (১৮ ডিসেম্বর) বেলা ১১টার দিকে ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সাগর-রুনি মিলনায়তনে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান সংগঠনের নেতারা।

সুজন সম্পাদক বদিউল আলম মজুমদার, নির্বাহী কমিটির সদস্য ড. হামিদা হোসেন, দিলীপ কুমার সরকার নির্বাচনের প্রার্থীদের তথ্য জানান সম্মেলনে।

বাংলাদেশ সময়: ১২২৮ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০১৫
এসকেএস/আইএ

** কোটিপতি প্রার্থীরা

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।