ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

সংসদে সংরক্ষিত ৬০ আসন চায় হিন্দু মহাজোট

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪৩ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০১৫
সংসদে সংরক্ষিত ৬০ আসন চায় হিন্দু মহাজোট ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: সব ধরনের নির্বাচনকে কেন্দ্র করে হিন্দু নির্যাতন বন্ধ ও সম্প্রদায়ের প্রতিনিধিত্ব নিশ্চিতে জাতীয় সংসদে ৬০টি সংরক্ষিত আসন প্রতিষ্ঠার দাবি তুলেছে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট। সে সঙ্গে সংখ্যালঘু বিষয়ক মন্ত্রণালয় প্রতিষ্ঠা ও সংখ্যালঘু সুরক্ষা আইন করার দাবিও করেছেন সংগঠনের নেতারা।



শুক্রবার (১৮ ডিসেম্বর) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলনে তারা এসব দাবি জানান। জোটের সভাপতি ড. প্রভাস চন্দ্র রায়, মহাসচিব আনন্দ কুমার বিশ্বাস ও মুখপাত্র পলাশ কান্তি দে এসময় বক্তব্য রাখেন।

দিনাজপুরে একটি মন্দিরের পাশে হামলাসহ সংখ্যালঘুদের ওপর নির্যাতনকারীদের শাস্তির দাবি করেন তারা। নেতারা বলেন, হিন্দু প্রতিনিধিত্ব না থাকা এবং রাজনৈতিক কারণে এসব ঘটনা ঘটছে।

বাংলাদেশ সময়: ১৩৩৮ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০১৫
এসকেএস/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।