ঢাকা, বুধবার, ২৮ কার্তিক ১৪৩১, ১৩ নভেম্বর ২০২৪, ১১ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

সার্ক ও জাতিসংঘ থেকে পাকিস্তানকে বাতিলের উদ্যোগ নিতে হবে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২০ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০১৫
সার্ক ও জাতিসংঘ থেকে পাকিস্তানকে বাতিলের উদ্যোগ নিতে হবে ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: সার্ক ও জাতিসংঘ থেকে পাকিস্তানকে বাতিলের উদ্যোগ নিতে হবে বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য আ আ স ম আরেফিন সিদ্দিক।

তিনি বলেছেন, যতক্ষণ পর্যন্ত গণহত্যার দায় আনুষ্ঠানিকভাবে স্বীকার করে নিঃশর্ত ক্ষমা না চাইবে ততক্ষণ ঢাবি-পাকিস্তানের সম্পর্ক ছিন্ন থাকবে।



শুক্রবার (১৮ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে জাতীয় প্রেসক্লাবে বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদ আয়োজিত বিজয় আলোচনা সভায় তিনি সভাপতির বক্তব্য রাখেন।

পাকিস্তানের সঙ্গে সব কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার দাবি জানিয়ে উপাচার্য (ভিসি) বলেন, পাকিস্তানের মতো সন্ত্রাসী রাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের কোনো দ্বিপাক্ষিক সম্পর্ক রাখার প্রয়োজন আছে বলে মনে করে না ঢাকা বিশ্ববিদ্যালয়।

তিনি আরও বলেন, দেশটির সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে সার্ক ও জাতিসংঘ থেকে তাদের সদস্যপদ বাতিল করতে বাংলাদেশ সরকারের উদ্যোগ নেওয়া উচিত।

আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন, সরকারি কর্ম কমিশনের সদস্য ও আয়োজক সংগঠনের সভাপতিমণ্ডলীর সদস্য বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডা. কামরুল হাসান খান, বাংলাদেশ বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান আবদুল বাসতে মজুমদার, বার কাউন্সিলের সদস্য অ্যাডভোকেট শ ম রেজাউল করিম, কুষ্টিয়া বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য ড. শাহীনুর রহমান প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৪২০ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০১৫
আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Veet