ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

রাজধানীর খিলগাঁওয়ে তুলার গোডাউনে আগুন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৪ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০১৫
রাজধানীর খিলগাঁওয়ে তুলার গোডাউনে আগুন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: রাজধানীর খিলগাঁও মডেল স্কুল সংলগ্ন একটি অর্ধনির্মিত কমিউনিটি সেন্টারের দ্বিতীয় তল‍ায় তুলার গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) বেলা ২টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।



মহানগর ফায়ার সার্ভিস সদর দফতরের টেলিফোন অপারেটর পারভিন আক্তার বাংলানিউজকে এ তথ্য জানান।

তিনি বলেন, খিলগাঁও ফায়ার স্টেশন থেকে কয়েকটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছেছে। সদর দফতর থেকে আরও কয়েকটি ইউনিট পাঠানো হচ্ছে।

স্থানীয়রা জানান, ওই কমিউনিটি সেন্টাররের নিচ তলায় স্থানীয় কিছু প্রভাবশালী ব্যক্তি ২০/২৫টি রুম বানিয়ে ভাড়া দিয়েছেন। যেখানে বেশ কয়েকটি ফার্নিচারের দোকানসহ বিভিন্ন দোকান রয়েছে।

দু’তলায় রয়েছে লেপ-তোষকের গোডাউন। লেপ-তোষকের গোডাউন থেকে এই আগুনের সূত্রপাত হয়েছে বলে তাৎক্ষণিকভাবে জানা যায়।

বাংলাদেশ সময়: ১৪৩৪ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০১৫/ আপডেট: ১৫১৬ ঘণ্টা
এজডেএস/বিএস/টিআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।