ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

রাজশাহীতে সিবিএ নেতার হাতে ব্যাংক কর্মকর্তা লাঞ্ছিত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২২ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০১৫
রাজশাহীতে সিবিএ নেতার হাতে ব্যাংক কর্মকর্তা লাঞ্ছিত

রাজশাহী: বাংলাদেশ ব্যাংক বরিশাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার কাজী মোস্তাফিজুর রহমানকে লাঞ্ছিত করেছে সিবিএ নেতারা।

শুক্রবার (১৮ ডিসেম্বর) সকালে রাজশাহী মহানগরীর সপুরায় অবস্থিত জেলা মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে ২০তম বাংলাদেশ ব্যাংক আন্তঃঅফিস ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে এ ঘটনা ঘটে।

পরে পুলিশ ও ব্যাংকের অন্য কর্মকর্তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

প্রত্যক্ষদর্শী কয়েকজন জানান, শুক্রবার সকালে ২০তম বাংলাদেশ ব্যাংক আন্তঃঅফিস ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত হতে মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামের প্রধান প্রবেশ পথ দিয়ে ভেতরে ঢুকছিলেন কাজী মোস্তাফিজুর রহমান।

এ সময় সিবিএ নেতা মঞ্জুরুল হকের নেতৃত্বে কয়েকজন তার ওপরে হামলা চালায় ও মারপিট করে দ্রুত ঘটনাস্থল থেকে সটকে পড়েন।

ঘটনার পর কাজী মোস্তাফিজুর রহমান জানান, কিছুদিন আগে বরিশালে সাংগঠনিক সফরে এসেছিলেন সিবিএ নেতারা। ওই সময় বরিশাল অফিসের জিএম নুরুল আলাম কাজীকে অকথ্য ভাষায় গালিগালি করে সিবিএ নেতা মঞ্জুরুল হক। ঘটনার সময় তিনি প্রতিবাদ করেন। এরই জের ধরে সিবিএ নেতারা শুক্রবারের এ ঘটনা ঘটিয়েছে।

তিনি আরও জানান, এ ঘটনায় থানায় এখনো অভিযোগ করা হয়নি। এটি অফিসিয়াল বিষয়। বিষয়টি বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গর্ভনর ও অনুষ্ঠানের প্রধান অতিথি এসকে সুর চৌধুরীকে অবহিত করা হয়েছে। অফিস যেভাবে চায় সেভাবেই ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৫২৪ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০১৫
এসএস/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।