ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

মঠবাড়িয়ায় ট্রাকচাপায় মাছ ব্যবসায়ীর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৪ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০১৫
মঠবাড়িয়ায় ট্রাকচাপায় মাছ ব্যবসায়ীর মৃত্যু

পিরোজপুর: পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় ট্রাকচাপায় মহব্বত আলী গাজী (৩৫) নামে এক মাছ ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।

শুক্রবার (১৮ ডিসেম্বর) ভোর সাড়ে ৪টার দিকে মঠবাড়িয়া-চরখালী সড়কের উত্তর মিঠাখালী গ্রামের ইউসুফ ফরাজীর বাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে।



নিহত মহব্বত আলী সাতক্ষীরার আশাশুনি উপজেলার উত্তর চাপড়া গ্রামের বাসিন্দা।

মঠবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার মোস্তাফিজুর রহমান বাংলানিউজকে বলেন, মহব্বত আলী সাতক্ষীরা থেকে ট্রাকে মাছ নিয়ে বিক্রির জন্য মঠবাড়িয়ায় যাচ্ছিলেন। ভোরে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা খায়। এ সময় ট্রাকের ওপর থেকে মহব্বত আলী নিচে পড়ে যান। এতে ট্রাকের নিচে পড়ে ঘটনাস্থলেই মারা যান তিনি।

খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পিরোজপুর সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে এবং ট্রাকচালক গোপাল চন্দ্র দাসকে আটক করা হয়েছে।
 
এ ঘটনায় মহব্বত আলীর সঙ্গী মাছ ব্যবসায়ী নজরুল ইসলাম বাদী হয়ে স্থানীয় থানায় একটি মামলা দায়ের করেছেন বলে জানান ওসি।

বাংলাদেশ সময়: ১৬২৭ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০১৫    
এমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।