ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

খিলগাঁওয়ে আগুন

‘ফুটো পাইপ ফায়ার সার্ভিসের প্রতিবন্ধকতা’

আবাদুজ্জামান শিমুল, সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০২ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০১৫
‘ফুটো পাইপ ফায়ার সার্ভিসের প্রতিবন্ধকতা’ ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

খিলগাঁও থেকে: রাজধানীর খিলগাঁও মডেল স্কুলের পাশে একটি অর্ধনির্মিত কমিউনিটি সেন্টারের দ্বিতীয় তলায় তুলার গোডাউনে বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) বেলা ২টার দিকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

অগ্নিকাণ্ডের খবর পেয়ে সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট গিয়ে ঘটনাস্থলে প্রায় সোয়া একঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।



এদিকে আগুন লাগার খবর ছড়িয়ে পড়তেই, পরিস্থিতি পর্যবেক্ষণ করতে রাস্তায়, আশে-পাশের বাড়ির বারান্দায়-ছাদে এবং পাশে অন্যান্য নির্মাণাধীন ভবনে ভিড় করেন স্থানীয়রা।

অনেকের চোখে উৎকণ্ঠা, কারও ভয়, কেউ কেউ আবার এসেছেন কৌতুহলবসত।

তুলার গোডাউনে আগুন লাগায় অনেকে ক্ষোভ প্রকাশ করেন বাংলানিউজের সঙ্গে আলাপকালে।

তারা জানান, ওই কমিউনিটি সেন্টাররের নিচ তলায় স্থানীয় কিছু প্রভাবশালী ব্যক্তি ২০/২৫টি রুম বানিয়ে ভাড়া দিয়েছেন। যেখানে বেশ ক’টি ফার্নিচারের দোকানসহ বিভিন্ন দোকান রয়েছে। দ্বিতীয় তলায় রয়েছে লেপ-তোষকের গোডাউন। সেখান থেকেই এই আগুনের সূত্রপাত হয়েছে।

একই অভিযোগ জানান, খিলগাঁওয়ের স্থানীয় মঈনুদ্দিন, লুনা এবং ইয়াসিন।

আলোচনায় ছিল ফায়ার সার্ভিসের ফুটো পাইপও। ফায়ার সার্ভিস কর্মীরা পৌঁছানোর পরে যখন আগুন নেভাতে শুরু করেন, তখন দেখা যায় পাইপে ছিদ্র থাকায় আশে-পাশে ফুলকি দিয়ে পানি বের হচ্ছে। এসময় কয়েকজন কর্মী ব্যস্ত হয়ে পড়েন পাইপ থেকে পানি বের হওয়া ঠেকাতে।

আজিজুল হক বলেন, ফায়ার সার্ভিস কর্মীরা আগের চেয়ে এখন অনেক বেশি দক্ষ। কিন্তু এখানে তাদের কাজ দেখে মনে হচ্ছে প্রতিবন্ধকতা হলো ফুটো পাইপ।

একই মন্তব্য করেন আমিনুল ইসলাম। তিনি বলেন, কর্মীরা যদি পাইপ মেরামত করতে ব্যস্ত হয়ে পড়েন তাহলে, আগুন ছড়িয়ে পড়তে পারে। এছাড়াও পানির অপচয় তো হয়ই। এগুলো আগে থেকেই দেখা আনা উচিৎ।

এ প্রসঙ্গে মহানগর ফায়ার সার্ভিস সদর দফতরের সহকারী পরিচালক মাসুদুর রহমান আখন বাংলানিউজকে জানান, অনেক সময় পুরাতন হয়ে গেলে পাইপে ছিদ্র হয়। তবে কাজের অসুবিধা হয় না। আমাদের কাছে হুজ ব্যান্ডেজ থাকে, ফলে তাৎক্ষণিকভাবে মেরামত করা যায়। পাইপে ছিদ্র হলে তাৎক্ষণিকভাবে মেরামত করে নেওয়া আমাদের কাজ। এসব প্রস্তুতি নিয়েই আমরা ঘটনাস্থলে যাই।

পাইপ যত বেশি ব্যবহার করা হবে, তত দ্রুত নষ্ট হবে। নষ্ট হয়ে গেলে পাল্টে ফেলা হয়। জরুরি হলে তাৎক্ষণিকভাবে পাশের স্টেশন থেকে সংগ্রহও করা হয়, যোগ করেন পরিচালক ব্রি. জেনারেল আলী আহমেদ খান।

বাংলাদেশ সময়: ১৭২৫ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০১৫
এটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।