ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

ব্যাডমিন্টন খেলতে গিয়ে ছাদ থেকে পড়ে কিশোরীর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৮ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০১৫
ব্যাডমিন্টন খেলতে গিয়ে ছাদ থেকে পড়ে কিশোরীর মৃত্যু

ঝিনাইদহ: ব্যাডমিন্টন খেলতে গিয়ে অসাবধানতাবশত তৃতীয় তলা বাসার ছাদ থেকে পড়ে শাবনুর খাতুন (১৩) নামে এক কিশোরীর মৃত্যু হয়েছে।

শুক্রবার (১৮ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৫টার দিকে ঝিনাইদহ শহরের মদনমোহন পাড়ার নাসির ডাক্তারের বাসার এ ঘটনা ঘটে।



স্থানীয়রা জানায়, মদনমোহন পাড়ার নাসির ডাক্তারে বাসার তৃতীয় তলার ছাদে ব্যাডমিন্টন খেলছিল শাবনুর। এ সময় একটি ফেদার নিচে পড়ে যায়। কোথায় পড়েছে দেখতে গিয়ে অসাবধানবশত ছাদ থেকে নিচে পড়ে যায় সে।

তাৎক্ষণিক তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান হাফিজুর রহমান কিশোরীর মৃত্যুর তথ্য বাংলানিউজকে নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ২০১১ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০১৫    
এমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।