ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

ছুটির দিনে ঈদ-ই মিলাদুন্নবী ও বড়দিনের ছুটি

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১৪ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০১৫
ছুটির দিনে ঈদ-ই মিলাদুন্নবী ও বড়দিনের ছুটি

ঢাকা: আগামী ২৫ ডিসেম্বর শুক্রবার সাপ্তাহিক ছুটির দিনে ঈদ-ই মিলাদুন্নবীর ছুটিও ঘোষণা করেছে সরকার। একই দিনে বড়দিনের ছুটিও পড়েছে।


 
রোববার (২০ ডিসেম্বর) সরকারের নির্বাহী আদেশে ২৪ ডিসেম্বরের পরিবর্তে ২৫ ডিসেম্বর ঈদ-ই মিলাদুন্নবীর ছুটি ঘোষণা করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
 
২০১৫ সালের ছুটির বর্ষপঞ্জি অনুযায়ী ২৪ ডিসেম্বর ঈদ-ই-মিলাদুন্নবীর ছুটি নির্ধারিত ছিল।
 
মহানবী হযরত মুহাম্মদ (সা.) ৫৭০ খ্রিস্টাব্দের ১২ রবিউল আউয়াল জন্মগ্রহণ করেন। ৬৩ বছর বয়সে ৬৩৩ খ্রিস্টাব্দের একই তারিখে মারা যান তিনি।
 
মহানবীর জন্ম ও মৃত্যুর দিনটি বিশ্বের মুসলমানরা ঈদ-ই মিলাদুন্নবী হিসেবে পালন করেন।
 
দেশের আকাশে রবিউল আউয়াল মাসের চাঁদ দেখা না যাওয়ায় জাতীয় চাঁদ দেখা কমিটি গত ১২ ডিসেম্বরের সভায় ২৫ ডিসেম্বর ঈদ-ই মিলাদুন্নবী পালনের দিন নির্ধারণ করে দেয়।
 
আদেশে বলা হয়, যেসব অফিসের সময়সূচি ও ছুটি তাদের নিজস্ব আইন-কানুন দ্বারা নিয়ন্ত্রিত হয় সেসব অফিস, সংস্থা ও প্রতিষ্ঠানকে জনস্বার্থ বিবেচনা করে ঈদ-ই মিলাদুন্নবীর ছুটি ঘোষণা করতে হবে।
 
অন্যদিকে যিশু খ্রিস্টের জন্মদিন ২৫ ডিসেম্বর বড়দিন উৎসব উদযাপন করেন খ্রিস্টানরা। এবারের বড়দিনের ছুটিও পড়েছে সাপ্তাহিক ছুটির দিন শুক্রবার।

বাংলাদেশ সময়: ১৪১৪ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০১৫
এমআইএইচ/এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।