ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

নিরাপত্তা বলয়ে ওসমানী বিমানবন্দর

আসছেন টিউলিপ, সিলেটে যাত্রাবিরতি সোমবার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬১০ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০১৫
আসছেন টিউলিপ, সিলেটে যাত্রাবিরতি সোমবার টিউলিপ সিদ্দিকী

সিলেট: সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রাবিরতি করবেন বঙ্গবন্ধু কন্যা শেখ রেহানা ও নাতনি টিউলিপ সিদ্দিকী।  

সোমবার (২১ ডিসেম্বর) যুক্তরাজ্য থেকে ঢাকায় ফেরার পথে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এক ঘণ্টার যাত্রা বিরতি করবেন বঙ্গবন্ধু পরিবারের এ দুই সদস্য।

এ লক্ষ্যে বিমানবন্দর এলাকায় নিরাপত্তা ব্যবস্থা ব্যাপক জোরদার করা হয়েছে।

যাত্রাবিরতিতে সিলেটের জেলা ও মহানগর আওয়ামী লীগের শীর্ষ নেতাদের সঙ্গে সাক্ষাতে মিলিত হবেন। তবে সময় সংকীর্ণতার কারণে মতবিনিময় বা কোনো ধরণের সংবর্ধনা অনুষ্ঠান করা হচ্ছে না।

সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সিটি করপোরেশনের সাবেক মেয়র বদর উদ্দিন আহমদ কামরান বাংলানিউজকে এ তথ্য জানিয়ে বলেন, এক সপ্তাহের সংক্ষিপ্ত সফরে দেশে আসছেন  বঙ্গবন্ধু কন্যা ও নাতনি।

যুক্তরাজ্যের হিথ্রো বিমানবন্দর থেকে ছেড়ে আসা বিমানটি এদিন (সোমবার) সকাল ১০টার দিকে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছার কথা রয়েছে।

যুক্তরাজ্যে লেবার পার্টি থেকে নির্বাচিত এমপি টিউলিপ সিদ্দিকী সাধারণ নির্বাচনে জয়লাভের পর সিলেট ঘুরে দেখার ইচ্ছা প্রকাশ করেন। তবে শারীরিক অসুস্থতার দরুণ ঢাকায় পরিবারের সঙ্গেই  টিউলিপ পুরো সময় কাটাবেন বলে জানা গেছে।

বাংলাদেশ সময়: ০৬০৩ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০১৫
এনইউ/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।