ঢাকা, বুধবার, ২৮ কার্তিক ১৪৩১, ১৩ নভেম্বর ২০২৪, ১১ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

বাল্যবিয়ে মুক্ত ইউনিয়নে বাল্যবিয়ে!

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩৪ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০১৫
বাল্যবিয়ে মুক্ত ইউনিয়নে বাল্যবিয়ে! ছবি: প্রতীকী

মেহেরপুর: মেহেরপুরের গাংনী উপজেলার ষোলোটাকা ইউনিয়নকে বাল্যবিয়ে মুক্ত ইউনিয়ন ঘোষণার একদিন পরেই অনুষ্ঠিত হয়েছে বাল্যবিয়ে!
আর এ বাল্যবিয়ে দেওয়ার দায়ে কনের বাবা ও বিয়েতে সাহায্য করায় গ্রাম্য মাতবরকে ২৫ দিনের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দিয়ে কারাগারে পাঠিয়েছেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট রাহাত মান্নান।

দণ্ডিতরা হলেন- কনের বাবা আমতৈল গ্রামের আব্দুল মোতালেবের ছেলে দরবেশ আলী (৫৫) ও স্থানীয় গ্রাম্য মাতবর আব্দুল করিমের ছেলে লোকমান হোসেন (৪৮)।



রোববার(২০ ডিসেম্বর) রাত ৮টার দিকে আমতৈল গ্রামে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে এ দণ্ডাদেশ দেওয়া হয়।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও গাংনী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাহাত মান্নান বাংলানিউজকে জানান, কনের বাবা দরবেশ আলী তার মেয়ে স্থানীয় আমতৈল মাধ্যমিক বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রী সুরাইয়া খাতুনকে(১৩) পার্শ্ববর্তী চাঁদপুর গ্রামের উজাল মিয়ার ছেলে শহিদুল ইসলাম ওরফে রতনের সঙ্গে বাল্যবিয়ে দেন।

রোববার বিকেলে এ বিয়ে সম্পন্ন হয়। এমন খবর পেয়ে কনের বাড়িতে গিয়ে দরবেশ আলী ও লোকমান হোসেনকে ২৫ দিনের কারাদণ্ড দেওয়া হয়।

চলতি বছরের ১৯ ডিসেম্বর ষোলোটাকা ইউনিয়নকে বাল্যবিয়ে মুক্ত ঘোষণা করেন মেহেরপুরের জেলা প্রশাসক শফিকুল ইসলাম ও উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) আবুল আমিন।

বাংলাদেশ সময়: ১০১৩ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০১৫
পিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।