ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

কিশোরগঞ্জে চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাই

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫১ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০১৫
কিশোরগঞ্জে চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাই

কিশোরগঞ্জ: কিশোরগঞ্জ সদর উপজেলায় চালক আব্দুর রহমানকে (২২) হত্যা করে তার ব্যাটারি চালিত অটোরিকশা ছিনতাই করেছে দুর্বৃত্তরা।

সোমবার (২১ ডিসেম্বর) সকালে উপজেলার বিন্নাটি ইউনিয়নের ধনাইল এলাকার একটি পুকুর পাড় থেকে তার মৃতদেহ উদ্ধার করে পুলিশ।



নিহত আব্দুর রহমানের বাড়ি সদর উপজেলার চৌদ্দশত ইউনিয়নের পঁচিশকোণা এলাকায়।

কিশোরগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মোশারফ হোসেন বাংলানিউজকে জানান, সকালে ধনাইল এলাকার একটি পুকুর পাড়ে মৃতদেহটি পড়ে থাকতে দেখে থানায় খবর দেয় স্থানীয় লোকজন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠায়।

তিনি আরো জানান, অটোরিকশার জন্য তাকে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

বাংলাদেশ সময়: ১১৫২ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০১৫
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।