ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

পিরোজপুরে অগ্নিকাণ্ডে ৮ লাখ টাকার ক্ষতি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১৩ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০১৫
পিরোজপুরে অগ্নিকাণ্ডে ৮ লাখ টাকার ক্ষতি ছবি: প্রতীকী

পিরোজপুর: পিরোজপুর শহরের পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় অগ্নিকাণ্ডে পাঁচটি দোকান পুড়ে গেছে। এতে ৮ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্তদের।



রোববার (২০ ডিসেম্বর) রাত ২টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

পিরোজপুর ফায়ার সার্ভিসের স্টেশন কমান্ডার মোল্লা সেকান্দার আলী বাংলানিউজকে জানান, রাতে স্থানীয় লোকজন আগুন দেখে ফায়ার সর্ভিসে খবর দেয়। দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে দমকল বাহিনীর সদস্যরা আগুন নিয়ন্ত্রণে আনেন। আগুনে তিনটি মুদি দোকান, একটি খাবার হোটেল ও একটি সেলুন পুড়ে যায়। এতে ক্ষয়ক্ষতির পরিমাণ আট লাখ টাকা। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে।  

বাংলাদেশ সময়: ১২১৩ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০১৫
পিসি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।