ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

মাধবপুরে বাসচাপায় অটোরিকশার যাত্রী নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩৮ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০১৫
মাধবপুরে বাসচাপায় অটোরিকশার যাত্রী নিহত ছবি: প্রতীকী

হবিগঞ্জ: হবিগঞ্জের মাধবপুর উপজেলার সাহেববাড়ি এলাকায় বাস-অটোরিকশা সংঘর্ষে ইব্রাহীম মিয়া (৪০) নামে অটোরিকশার এক যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় অটোরিকশার অপর তিন যাত্রী আহত হন।



সোমবার (২১ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টায় ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। ইব্রাহীম মিয়া মাধবপুর উপজেলার ইটাখোলা গ্রামের বাসিন্দা।

আহতদের মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। তাৎক্ষণিকভাবে তাদের নাম-পরিচয় জানা যায়নি।

স্থানীয়রা জানান, দুপুরে সিলেট থেকে ঢাকাগামী শ্যামলী পরিবহনের যাত্রীবাহী একটি বাস মাধবপুর উপজেলার সাহেববাড়ি এলাকায় মাধবপুর থেকে নোয়াপাড়াগামী সিএনজিচালিত  একটি অটোরিকশাকে চাপা দেয়।

এতে অটোরিকশাটি ধুমড়ে-মুচড়ে গিয়ে ইব্রাহীম মিয়া নামে এক যাত্রী ঘটনাস্থলেই নিহত ও অপর তিন যাত্রী আহত হন। খবর পেয়ে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানা পুলিশ মৃতদেহ উদ্ধার করেছে।

শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বোরহান উদ্দিন বাংলানিউজকে দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ১৩৩৮ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০১৫
পিসি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।