ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

গাজীপুরে ব্র্যাকের মতবিনিময় সভা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৪ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০১৫
গাজীপুরে ব্র্যাকের মতবিনিময় সভা

গাজীপুর: গাজীপুরে নারী ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২১ ডিসেম্বর) সকালে গাজীপুর প্রেসক্লাবে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।



ব্র্যাকের আয়োজনে এবারের মতবিনিময় সভার মূল শ্লোগান ছিলো- ‘সকল হাত এক করি, নারী ও শিশু নির্যাতন বন্ধ করি’।

গাজীপুর প্রেসক্লাবের সভাপতি মো. খায়রুল ইসলামের সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন- প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. আমিনুল ইসলাম, সাবেক সভাপতি মো. মুজিবুর রহমান, অধ্যাপক মুকুল কুমার মল্লিক, গাজীপুর জেলা তথ্য কর্মকর্তা মো. নূরুল হক, কালের কণ্ঠের নিজস্ব প্রতিবেদক শরীফ আহম্মেদ শামীম, ব্র্যাকের সামাজিক ক্ষমতায়ন কর্মসূচির ব্যবস্থাপক নিগার রহমান, সিনিয়র মিডিয়া ম্যানেজার মাহমুদুল আলম কবির প্রমুখ।

এসময় বক্তারা নারী ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে বিভিন্ন বিষয় তুলে ধরেন।

বাংলাদেশ সময়: ১৩৫৬ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০১৫
আরএইচএস/এসএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।