ঢাকা, বুধবার, ২৮ কার্তিক ১৪৩১, ১৩ নভেম্বর ২০২৪, ১১ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ধুনটে মাদকসেবীর কারাদণ্ড

উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৮ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০১৫
ধুনটে মাদকসেবীর কারাদণ্ড ছবি: প্রতীকী

ধুনট(বগুড়া): বগুড়ার ধুনটে আকালু মিয়া (২৫) নামে এক মাদকসেবীকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (২১ ডিসেম্বর) দুপুর ১টার দিকে ধুনট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট হাফিজুর রহমান এ দণ্ডাদেশ দেন।



আকালু মিয়া বগুড়ার সদরের সেউজগাড়ি গ্রামের মোকলেস আলীর ছেলে।

ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মিজানুর রহমান বাংলানিউজকে জানান, রোববার রাতে ধুনট পৌর এলাকার পশ্চিম ভরনশাহী গ্রামের রাস্তায় মদ পান করে মাতলামি করছিলেন আকালু মিয়া। খবর পেয়ে তাকে আটক করে পুলিশ।

পরে সোমবার দুপুরে তাকে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে হাজির করা হলে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। তাকে বগুড়া কারাগারে পাঠানো হয়েছে।


বাংলাদেশ সময়: ১৪৪০ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০১৫
পিসি


বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।