বেনাপোল(যশোর): যশোরের বেনাপোল সীমান্ত থেকে পৃথক অভিযানে ২০ বোতল ফেনসিডিল ও ১০ বোতল মদসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
সোমবার (২১ ডিসেম্বর) ভোর ৫টার দিকে বেনাপোলের ভবারবেড় গ্রাম থেকে তাদের আটক করা হয়।
আটক ব্যবসায়ীরা হলেন, বেনাপোল পৌরসভার ভবারবেড় গ্রামের অহেদ আলীর ছেলে তোতা মিয়া (৪০) ও হাবিবুর রহমানের ছেলে রাকিব (২১)।
পুলিশ জানায়, ভবারবেড় গ্রামে মাদকের বেচাকেনা চলছে এমন গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের পৃথক দু’টি দল ওই এলাকায় অভিযান চালায়। এ সময় তোতার কাছ থেকে ১০ বোতল মদ ভারতীয় মদ ও রাকিবের কাছ থেকে ২০ বোতল ফেনসিডিল পাওয়া যায়। পরে তাদের আটক করা হয়।
বেনাপোল পোর্ট থানা পুলিশের সহকারী উপ পরিদর্শক (এএসআই) মতিয়ার রহমান বাংলানিউজকে বলেন, এ ব্যাপারে তাদের বিরুদ্ধে থানায় মামলা করে যশোর আদালতে পাঠানো হয়েছে।
বাংলাদেশ সময়: ১৪৫৩ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০১৫
আরএ