ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

সাতক্ষীরায় জয়িতা সম্মাননা পেলেন পাঁচ নারী

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০২ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০১৫
সাতক্ষীরায় জয়িতা সম্মাননা পেলেন পাঁচ নারী ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

সাতক্ষীরা: সাতক্ষীরায় বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদান রাখায় ৫জন নারীকে শ্রেষ্ঠ জয়িতা হিসেবে সম্মাননা দেওয়া হয়েছে।

সোমবার(২১ ডিসেম্বর) সাতক্ষীরা পৌরসভা হলরুমে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় তাদের এ সম্মাননা দেওয়া হয়।



জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক নাজমুল আহসান।

প্রধান অতিথি ছিলেন- সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য রিফাত আমীন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- প্রাক্তন সদর উপজেলা ভাইস চেয়ারম্যান শাহানাজ পারভীন মিলি, জাতীয় মহিলা সংস্থা সাতক্ষীরা শাখার চেয়ারম্যান মমতাজুল নাহার ঝরনা ও পৌর কাউন্সিলর ফরিদা আক্তার বিউটি।

অনুষ্ঠানে অর্থনৈতিকভাবে সাফল্য অর্জন ক্যাটাগরিতে ময়না রানী, সমাজসেবায় মাফুজা খাতুন, শিক্ষা ও চাকরিতে সাফল্য অর্জনকারী জাহানারা খাতুন, সফল জননী হিসেবে উষা রায়, নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন জীবন গড়ায় রওশানআরা পারভীনকে জেলার শ্রেষ্ঠ জয়িতা হিসেবে সম্মাননা দেওয়া করা হয়।

বাংলাদেশ সময়: ১৫০২ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০১৫
পিসি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।