ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

সোনারগাঁওয়ে আ’লীগের দু’গ্রুপে সংঘর্ষ, নিহত ১

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৬ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০১৫
সোনারগাঁওয়ে আ’লীগের দু’গ্রুপে সংঘর্ষ, নিহত ১

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার চরহোগলা গ্রামে বালু উত্তোলনকে কেন্দ্র করে আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষে একজন নিহত ও পাঁচজন আহত হয়েছেন। সংঘর্ষ চলাকালে তিন যুবককে অপহরণের অভিযোগও পাওয়া গেছে।



সোমবার (২১ ডিসেম্বর) দুপুর ২টার দিকে মধ্য চরহোগলার বালুরঘাট এলাকায়  সংঘর্ষের এ ঘটনা ঘটে।
   
এলাকাবাসী সূত্রে জানা গেছে, বালু উত্তোলনকে কেন্দ্র করে স্থানীয় আওয়ামী লীগ নেতা নাসির মেম্বার বাহিনীর সঙ্গে নাসির মেম্বারের বোন জামাই ইমাম হোসেন বাহিনীর দ্বন্দ্ব চলে আসছিল। এরই জের ধরে সোমবার দুপুরে চর হোগলার বালুরঘাট এলাকায় নাসির মেম্বার বাহিনী দেশীয় অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে ইমাম হোসেন বাহিনীর লোকজনের উপর অতর্কিত হামলা চালায়।

হামলায় গুরুত্বর আহত হন জামাল হোসেন (৩৮)। পরে তাকে মুন্সীগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানে তার মৃত্যু হয়। হামলায় আহত অন্যান্য ৫ জন স্থানীয় বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

হামলার সময় নাসির মেম্বার বাহিনীর লোকজন ওই এলাকা থেকে তিন যুবককে অপহরণ করে নিয়ে গেছে বলেও অভিযোগ করেছে ইমাম হোসেন বাহিনীর লোকজন।

অপহৃতরা হলেন, মধ্য চরহোগলা এলাকার রাজ্জব মিয়ার ছেলে সুমন, চর হোগলা এলাকার আব্দুর সাত্তারের ছেলে আওলাদ, চর কিশোরগঞ্জ এলাকার হারুনের ছেলে জাহাঙ্গীর।

সংঘর্ষের পর থেকে এলাকার মানুষের মাধে আতঙ্ক বিরাজ করছে।

সোনারগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মঞ্জুর কাদের বাংলানিউজকে ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ওই এলাকায় পুলিশ ফোর্স পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬১৯ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০১৫
এমজেএফ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।