ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

বাহরাইন গেলেন পররাষ্ট্রমন্ত্রী

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৯ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০১৫
বাহরাইন গেলেন পররাষ্ট্রমন্ত্রী পররাষ্ট্র মন্ত্রী এএইচ মাহমুদ আলী

ঢাকা: তিন দিনের সফরে বাহরাইন গেলেন পররাষ্ট্র মন্ত্রী এ এইচ মাহমুদ আলী। দেশটির পররাষ্ট্রমন্ত্রী শেখ খালিদ বিন আহমেদ আল খলিফার আমন্ত্রণে সোমবার (২১ ডিসেম্বর) বাহরাইনের উদ্দেশে ঢাকা ছাড়েন তিনি।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তা মন্ত্রীর সফরসঙ্গী হয়েছেন।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, সফরে বাহরাইনের বিভিন্ন নেতাদের সঙ্গে মাহমুদ আলীর দ্বিপক্ষীয় আলোচনা হবে। এছাড়া তিনি বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতামূলক বেশ কয়েকটি বিষয়ে চুক্তি স্বাক্ষর করবেন বলে আশা করা হচ্ছে।

পররাষ্ট্রমন্ত্রী বাহরাইনে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গেও সাক্ষাৎ করবেন। আগামী ২৪ ডিসেম্বর তার ঢাকার ফেরার কথা রয়েছে।

জানা যায়, মন্ত্রীর এ সফরে বাহরাইনের সঙ্গে বাংলাদেশের নিয়মিত আলোচনার ফোরাম ফরেন অফিস কনসালটেশন (এফওসি) সংক্রান্ত একটি চুক্তি বা সমঝোতা সই হতে পারে।

বাংলাদেশ সময়: ১৮১৬ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০১৫
জেপি/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।