ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

রাজশাহীতে রান্না ও পিঠামেলা প্রতিযোগিতা জানুয়ারিতে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৫ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০১৫
রাজশাহীতে রান্না ও পিঠামেলা প্রতিযোগিতা জানুয়ারিতে

রাজশাহী: রাজশাহীতে প্রতিবছরের মতো এবারও রান্না ও পিঠামেলা প্রতিযোগিতার আয়োজন করেছে ডিস্ট্রিক্ট উইমেন বিজনেস ফোরাম জেলা শাখা।

সোমবার (২১ ডিসেম্বর) সন্ধ্যায় ফোরামের জেলা শাখার সভাপতি রোজেটি নাজনীন বাংলানিউজকে এ তথ্য জানিয়েছেন।

এবার পুরো অনুষ্ঠানটির স্পন্সর করছে দেশের ক্রমবর্ধমান মোবাইল অপারেটর রবি।
 
রোজেটি নাজনীন জানান, ‘রন্ধন শিল্পীদের মেধা বিকাশে মনের জানালা খুলে দাও’ প্রতিপাদ্যকে সামনে রেখে আগামী ২৩ জানুয়ারি রান্না এবং ২৮ ও ২৯ জানুয়ারি পিঠামেলা প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। এখান থেকে বিজয়ী চারজন প্রতিযোগী একটি বেসরকারি টেলিভিশনের রান্না প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন বলে জানান তিনি।
 
প্রতিযোগিতায় আগ্রহী অংশগ্রহণকারীদের এইচ-৫৭০ (পুরোনো) অথবা ৬৪৯/১ (নতুন), রামচন্দ্রপুর (খরবোনা), নাটোর রোড রাজশাহী অথবা ০১৭১৬৮৮৪৫০১ নাম্বারে যোগাযোগের জন্য অনুরোধ জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৯৫৬ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০১৫
এসএস/ওএইচ/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।