ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

শ্যামলীতে উদ্ধার যুবকের ঢামেকে মৃত্যু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮১৯ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০১৫
শ্যামলীতে উদ্ধার যুবকের ঢামেকে মৃত্যু

ঢাকা: রাজধানীর শ্যামলী এলাকার ওভার ব্রিজের পাশ থেকে অচেতন অবস্থায় উদ্ধার অজ্ঞাত পরিচয় এক যুবকের (৩০) ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২২ ডিসেম্বর) ভোর ৪টার দিকে ওই ব্যক্তিকে উদ্ধার করে পুলিশ।



মোহাম্মদপুর থানার উপ-পরিদর্শক (এসআই) সানাউল হক বাংলানিউজকে জানান, স্থানীয়দের কাছে খবর পেয়ে যুবককে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়। এরপর তাকে ঢামেক হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

দ্রুতগতির কোনো যান ওই যুবককে ধাক্কা দিয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।

বাংলাদেশ সময়: ০৮১৯ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০১৫
এজেডএস/টিএইচ/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।