ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

সাতক্ষীরায় বিভিন্ন স্থান থেকে গ্রেফতার ২৪

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০৭ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০১৫
সাতক্ষীরায় বিভিন্ন স্থান থেকে গ্রেফতার ২৪ ছবি : প্রতীকী

সাতক্ষীরা: সাতক্ষীরায় বিভিন্ন স্থান থেকে ২৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এর মধ্যে জামায়াতের এক কর্মী রয়েছে।



সোমবার রাত থেকে মঙ্গলবার (২২ ডিসেম্বর) ভোর পর্যন্ত অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতদের মধ্যে জামায়াতের একজন কর্মীসহ নিয়মিত মামলার ২৩ জন আসামি রয়েছে। সকালে তাদের আদালতে পাঠানো হয়েছে।

সাতক্ষীরা জেলা পুলিশের বিশেষ শাখার (এসবি) উপ পরিদর্শক (এসআই) এনামুল হক বাংলানিউজকে জানান, রাতে পুলিশের অভিযানে সাতক্ষীরা সদর থানা থেকে ১১ জন, কলারোয়ায় পাঁচজন, কালিগঞ্জে দুইজন, শ্যামনগরে তিনজন, আশাশুনিতে দুইজন ও পাটকেলঘাটা থেকে একজনকে গ্রেফতার হয়েছে।

বাংলাদেশ সময়: ১১০৬ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০১৫
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।