ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

সৈয়দপুরে আগুনে পুড়ে শিশুর মৃত্যু

উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪০ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০১৫
সৈয়দপুরে আগুনে পুড়ে শিশুর মৃত্যু

সৈয়দপুর (নীলফামারী): নীলফামারীর সৈয়দপুর উপজেলায় আগুনে পুড়ে জিসান (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২২ ডিসেম্বর) সকালে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে।



জিসান উপজেলার কামারপুকুর ইউনিয়নের আইসঢাল গ্রামের রমজান আলীর ছেলে।

স্থানীয়রা জানায়, সোমবার (২১ ডিসেম্বর) রাতে জিসানদের উঠানে ধান সিদ্ধ করা হচ্ছিল। এ সময় শিশুটি চুলার কাছে গেলে আগুনে পুড়ে যায়। এ অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে সৈয়দপুর একশ’ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার সকালে জিসান মারা যায়।

বাংলাদেশ সময়: ১১৪০ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০১৫
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।