ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

সাংবাদিক ফারুককে ধাক্কা দেওয়া ট্রাকের চালকের বিচার দাবি

বাংলানিউজ টিম | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১০ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০১৫
সাংবাদিক ফারুককে ধাক্কা দেওয়া ট্রাকের চালকের বিচার দাবি

ঢাকা: সড়ক দুর্ঘটনায় নিহত সাংবাদিক আবদুল্লাহ আল ফারুককে ধাক্কা দেওয়া ট্রাকের চালকের বিচার চেয়ে মানববন্ধন করেছে ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ)।

মঙ্গলবার (২২ ডিসেম্বর) সকাল ১১টার দিকে তারা এ মানববন্ধন করেন।



মানববন্ধন থেকে ওই ট্রাক চালকের দ্রুত বিচারের দাবি জানানো হয়।

ডিআরইউ’র সভাপতি জামাল উদ্দিন ও সাধারণ সম্পাদক রাজু আহমেদের নেতৃত্বে মানববন্ধনে সংগঠনের অন্য নেতাসহ সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

গত ১৩ ডিসেম্বর ঢাকার কাকরাইলে ট্রাকের ধাক্কায় গুরুতর আহত হওয়ার পর হাসপাতালে মারা যান দৈনিক কালের কণ্ঠের সাবেক উপ সম্পাদক আব্দুল্লাহ আল ফারুক।

বাংলাদেশ সময়: ১২১০ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০১৫
এফবি/এমএমইউ/এসএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।