ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

শৈলকুপায় সড়ক দুর্ঘটনায় ব্যবসায়ী নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৬ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০১৫
শৈলকুপায় সড়ক দুর্ঘটনায় ব্যবসায়ী নিহত ছবি: প্রতীকী

ঝিনাইদহ: ঝিনাইদহের শৈলকুপা উপজেলার ভাটই আসাননগর এলাকায় ট্রাকের ধাক্কায় ইদ্রিস আলী মোল্যা (৪০) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ৫ জন আহত হয়েছে।



মঙ্গলবার (২২ ডিসেম্বর ) দুপুরে এ দুর্ঘটনা ঘটে। নিহত ইদ্রিস মোল্যা শৈলকুপা উপজেলার যাদবপুর গ্রামের বাসিন্দা।

শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোজাম্মেল হোসেন বাংলানিউজকে জানান, দুপুরে ব্যবসায়ী ইদ্রিস মোল্যা শৈলকুপা থেকে নছিমনে করে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে আসাননগর মাদ্রাসার কাছে পৌঁছালে অপরদিক থেকে আসা একটি নসিমনকে ট্রাক ধাক্কা দিলে ইদ্রিসসহ নছিমনের ৬ যাত্রী আহত হন।

পরে স্থানীরা আহতদের উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে এলে এর মধ্যে ইদ্রিস আলী মারা যায়।

বাংলাদেশ সময়: ১৬০৫ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০১৫
এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।