ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

মুগদায় ইটের আঘাতে তরুণের মৃত্যু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৩ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০১৫
মুগদায় ইটের আঘাতে তরুণের মৃত্যু

ঢাকা: রাজধানীর মুগদা থানার উত্তর মান্ডা এলাকায় ইটের আঘাতে আশেকি আলম (২৩) নামে এক তরুণের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২২ ডিসেম্বর) বিকেলে মুগদা থানার উপ-পরিদর্শক (এসআই) মো. শাহ আলম বিষয়টি নিশ্চিত করেন।



আশেকি উত্তর মান্ডার হান্নান ও মান্নানের বাড়িতে মা-বাবার সঙ্গে থাকতেন। তার বাবার নাম শাহজাহান মিয়া।

এস আই মো. শাহ-আলম জানান, স্থানীয় মাসুম নামে এক তরুণ আশেকির কাছে ৫০০ টাকা ধার পেতেন। এ টাকা চাইতে আশেকির বাসার সামনে পাওনা টাকা ফেরত চান মাসুম। বাকবিতণ্ডার এক পর্যায়ে আশেকির মাথায় ইট দিয়ে আঘাত করেন মাসুম।
 
খবর পেয়ে স্থানীয় লোকজন ও পরিবারের সদস্যরা আশেকিকে উদ্ধার করে মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে বলে জানান এসআই শাহ আলম।
আশেকির ছোটভাই মুসা মিয়া বলেন, ‘টাকা পাওয়াকে কেন্দ্র করে এ ঘটনা হয়েছে। ’

বাংলাদেশ সময়: ১৮৩৩ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০১৫
এজেডএস/ওএইচ/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।