ঢাকা, সোমবার, ২১ আশ্বিন ১৪৩১, ০৭ অক্টোবর ২০২৪, ০৩ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

শব্দ সৈনিক রাশিদুল হোসেনের দাফন সম্পন্ন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৮ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০১৫
শব্দ সৈনিক রাশিদুল হোসেনের দাফন সম্পন্ন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ব্রাহ্মণবাড়িয়া: একাত্তরের মুক্তিযুদ্ধে গুরুত্বপূর্ণ অবদান রাখা স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শব্দ সৈনিক রাশিদুল হোসেনের দাফন ব্রাহ্মণবাড়িয়ায় সম্পন্ন হয়েছে।

মঙ্গলবার (২২ ডিসেম্বর) বাদ আছর ব্রাহ্মণবাড়িয়া শহরের মৌড়াইল জামে মসজিদে তার দ্বিতীয় নামাজের জানাজা ও রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন করা হয়।



জানাজা শেষে জেলা প্রশাসন, জেলা আওয়ামী লীগ,মুক্তিযোদ্ধা সংসদসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতারা মরহুমের কফিনে ফুল দিয়ে শেষ শ্রদ্ধা জানান।

পরে জেলা পুলিশরে একটি চৌকস দল গার্ড অব অনার প্রদান করে।

জানাজা শেষে উত্তর মৌড়াইলের পারিবারিক গোরস্থানে তার মরদেহ দাফন করা হয়।

এর আগে সকালে রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ বেতারের কার্যালয়ে প্রথম জানাজা অনুষ্ঠিত হয়।

ব্রাহ্মণবাড়িয়ার এই সূর্য সন্তান বার্ধক্যজনিত কারণে মঙ্গলবার ভোর ৪টা ২০মিনিটে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও দুই মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তিনি ব্রাহ্মণবাড়িয়া শহরের মৌড়াইল এলাকার বিশিষ্ট সমাজ সেবক মরহুম তোফাজ্জল হোসেনের ছেলে।

বাংলাদেশ সময়: ১৯০৮ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০১৫
এসএইচ

** রাশিদুল হোসেনের প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত
** শব্দসৈনিক রাশিদুল হোসেন আর নেই
** শব্দসৈনিক রাশিদুল হোসেনের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।