ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

মানুষের সেবাই আমার লক্ষ্য

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৮ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০১৫
মানুষের সেবাই আমার লক্ষ্য ছবি: সংগৃহীত

ঢাকা: মানুষের সেবা করার লক্ষ্যটাই বড় কথা জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, প্রধানমন্ত্রী তো সাময়িক পদ, মানুষের সেবাই আমার লক্ষ্য। এটাই করার চেষ্টা করেছি এবং করে যাচ্ছি সব সময়।



মঙ্গলবার (২২ ডিসেম্বর) সন্ধ্যায় প্রধানমন্ত্রীর বাসভবন গণভবনে বড় দিন উপলক্ষে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

শেখ হাসিনা বলেন, অন্য ধর্মকে শ্রদ্ধা জানাতে না পারলে নিজের ধর্মকে কিভাবে শ্রদ্ধা জানাবো আমরা।

তিনি বলেন, আমার জীবনে তো চাওয়া-পাওয়ার কিছু নেই। যখনই রাষ্ট্র পরিচালনার সুযোগ পেয়েছি কাজ করে গেছি এদেশের মানুষের জন্য।

তিনি বলেন, ক্ষমতায় গেলে বেশি কাজ করার সুযোগ পাওয়া যায়, সে সুযোগ কাজে লাগিয়ে তাই কাজ করি। নিজেকে দেশের সেবক মনে করি। তবে অনেক বাধা আছে। তবে মানুষের জন্য কাজ করতে গেলে বাধা আসবেই। কোনো বাধাই কাজের গতি কমাতে পারবে না।

বাংলাদেশ একদিন উন্নত হবেই জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ত্রিশ লাখ শহীদ আর দুই লাখ মা-বোনের ইজ্জতের বিনিময়ে স্বাধীনতা পেয়েছি আমরা। উন্নত করতে চাই বাংলাদেশকে।

পরে বড় দিন উপলক্ষে কেক কাটেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এ সময় উপস্থিত ছিলেন খ্রিস্টান অ্যাসোসিয়েশনের সভাপতি, সমাজকল্যাণ প্রতিমন্ত্রী প্রমোদ মানকিন। আরও ছিলেন ধর্মমন্ত্রী মতিউর রহমান। অ্যাসোসিয়েশনের ধর্মীয় গুরু পেট্রিক ডি রোজারিও। মহাসচিব নির্মল রোজারিও প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৯১৬ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০১৫/আপডেট ২০০৬
আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।