ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

মায়ের অভিযোগে ছেলে আটক, অতঃপর কারাগারে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৭ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০১৫
মায়ের অভিযোগে ছেলে আটক, অতঃপর কারাগারে ছবি: প্রতীকী

চাঁদপুর: চাঁদপুরের শাহরাস্তিতে মায়ের দায়ের করা অভিযোগের ভিত্তিতে বাহার (২০) নামে এক যুবককে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
 
মঙ্গলবার (২২ ডিসেম্বর) দুপুরে উপজেলার মেহের উত্তর ইউনিয়নের দেবীপুর গ্রামের নিজ বাড়ি থেকে তাকে আটক করে পুলিশ।



পরে বিকেলে শাহরাস্তি উপজেলার সহকারী কমিশনার (ভূমি) জেসমিন আক্তার বানু ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ দণ্ডাদেশ দেন।
 
বাহার উপজেলার মেহের উত্তর ইউনিয়নের দেবীপুর গ্রামের খন্দকার বাড়ির শাহজাহান ও মমতাজ বেগমের ছেলে।
 
শাহরাস্তি থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) ফরিদুর রহমান বাংলানিউজকে বলেন, বাহার কয়েক মাস আগে থেকে এলাকার বখাটে ছেলেদের সঙ্গে ঘোরাফেরা শুরু করেন। তিনি পথে স্কুলছাত্রীদের উত্ত্যক্ত করেন। এসব ঘটনায় বাহারের মায়ের কাছে ভুক্তভোগী ছাত্রীদের অভিভাবকরা অভিযোগ নিয়ে আসে।  
 
ছেলেকে নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সামিউল মাসুদের কাছে আইনি ব্যবস্থা নেওয়ার জন্য আবেদন করেন মা মমতাজ বেগম। এ অভিযোগের ভিত্তিতে পুলিশ দুপুরে বাহারকে বাড়ি থেকে আটক করে।
 
শাহরাস্তি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বাংলানিউজকে বলেন, দণ্ডাদেশপ্রাপ্ত যুবককে কারাগারে পাঠানো হয়েছে।
 
বাংলাদেশ সময়: ১৯২৮ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০১৫      
এমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।